神戸国際言語学院

উচ্চশিক্ষা ও কর্মজীবন

কোবে ইন্টারন্যাশনাল ল্য়াঙ্গুয়েজ স্কুল এ ভাষা শিক্ষা শেষে, প্রায় ৮০% শিক্ষার্থী জাপানে বিভিন্ন বিশ্ববিদ্য়ালয়ে স্নাতক বা স্নাতকোত্তর কোর্স বা ভোকেশনাল স্কুলে ভর্তি হয়। ১০% ভাগ শিক্ষার্থী কোর্স শেষে জাপানে কর্মজীবনে প্রবেশ করে ও কিছু শিক্ষার্থী নিজ দেশে ফিরে যায়।
২০১৯ সাল থেকে নতুন তোকুতেই গিনোও ভিসার পরীক্ষায় অত্র বিদ্য়ালয় শিক্ষার্থী সফলতার সাথে উক্তীর্ণ হয় ও চাকুরীপ্রাপ্ত হয়।

進学・就職実績

অদ্য়বধি ভর্তিকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা

স্নাতকোত্তর বিভাগ

  • 大阪大学大学院

    ওসাকা বিশ্ববিদ্য়ালয়
    (চিকিৎসাশাস্ত্র)
    ওসাকা বিশ্ববিদ্য়ালয়
    (হিউম্য়ান সাইন্স)
    ওসাকা বিশ্ববিদ্য়ালয়
    (অর্থনীতি বিভাগ)
    ওসাকা বিশ্ববিদ্য়ালয়
    (ভাষা ও সংস্কৃতি অনুষদ)

  • 大阪デザイン& IT専門学校

    কোবে বিশ্ববিদ্য়ালয়
    (অর্থনীতি বিভাগ)
    কোবে বিশ্ববিদ্য়ালয়
    (আন্তর্জাতিক গবেষণা অনুষদ)

  • 大阪市立大学大学院

    ওসাকা সিটি ইউনিভার্সিটি
    (অর্থনীতি বিভাগ)

  • 和歌山大学大学院

    ওকাএ্য়ামা বিশ্ববিদ্য়ালয়
    (অর্থনীতি বিভাগ)

  • 岡山大学大学院

    ওকাএ্য়ামা বিশ্ববিদ্য়ালয়(ঔষধশাস্ত্র দন্তচিকিৎসাবিদ্য়া)
    ওকাএ্যামা বিশ্ববিদ্যালয় (পরিবেশ ও জীবন বিজ্ঞান)

  • 立命館大学大学院

    রিৎসুমেইকান বিশ্ববিদ্য়ালয়
    (তথ্য় ও প্রকৌশল বিজ্ঞান)
    রিৎসুমেইকান বিশ্ববিদ্য়ালয়
    (অর্থনীতি বিভাগ)
    রিৎসুমেইকান বিশ্ববিদ্যালয়
    (ব্যবসায় প্রশাসন)

  • 京都精華大学大学院

    কিয়োটো সেইকা বিশ্ববিদ্য়ালয়
    (কমিক্স বিভাগ)

  • 大阪学院大学大学院

    ওসাকা গাকুইন বিশ্ববিদ্য়ালয়
    (অর্থনীতি বিভাগ)

  • 名古屋音楽大学大学院

    নাগোয়া সঙ্গীত বিশ্ববিদ্যালয়
    (সঙ্গীত ও গবেষণা অনুষদ)

  • 大手前大学大学院

    ওতেমায়ে বিশ্ববিদ্য়ালয়
    (কম্পারেটিভ কালচার বিভাগ)

  • 京都情報大学院大学

    কিয়োটো তথ্য় ও প্রযুক্তি বিশ্ববিদ্য়ালয়
    (তথ্য় প্রযুক্তি ও ওয়েব বিজনেজ বিভাগ)

  • 大阪商業大学大学院

    ওসাকা ইউনিভার্সিটি অব কমার্স
    (আঞ্চলিক নীতি বিভাগ)

  • 明治大学大学院

    মেইজি ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কুল
    (মানবিকের স্নাতক স্কুল)

স্নাতক বিভাগ

  • 公立大学法人高崎経済大学

    টাকাসাকি অর্থনীতি বিশ্ববিদ্যালয়

  • 立命館大学

    রিৎসুমেইকান বিশ্ববিদ্য়ালয়

  • 関西学院大学

    কানসাই গাকুইন বিশ্ববিদ্য়ালয়

  • 京都産業大学

    কিয়োটো সানগিও বিশ্ববিদ্য়ালয়

  • 近畿大学

    কিনদাই বিশ্ববিদ্য়ালয়

  • 神戸学院大学
  • মুসাশিনো বিশ্ববিদ্যালয়

    মুসাশিনো বিশ্ববিদ্যালয়

  • থাকুশোকু বিশ্ববিদ্যালয়

    থাকুশোকু বিশ্ববিদ্যালয়

  • 東北工業大学

    কোবে গাকুইন বিশ্ববিদ্য়ালয়

  • 秀明大学

    শুমেই বিশ্ববিদ্যালয়

  • 大阪学院大学

    আওএ্য়ামা বিশ্ববিদ্য়ালয়

  • 大阪産業大学

    ওসাকা গাকুইন বিশ্ববিদ্য়ালয়

  • ওসাকা সানগিও বিশ্ববিদ্য়ালয়

  • 神戸国際大学

    তেজুকাএ্য়ামা গাকুইন বিশ্ববিদ্য়ালয়

  • কোবে ইন্টারন্য়াশনাল ইউনিভার্সিটি

  • ওতেমায়ে বিশ্ববিদ্য়ালয়

  • ওসাকা সেইকেই বিশ্ববিদ্য়ালয়

  • কোবে টকিয়া বিশ্ববিদ্য়ালয়

  • কানসাই ইন্টারন্য়াশনাল ইউনিভার্সিটি

  • কোবে ওয়েলফেয়ার বিশ্ববিদ্য়ালয়

  • কোবে সিনওয়া মহিলা বিশ্ববিদ্য়ালয়

  • সোয়াই বিশ্ববিদ্য়ালয়

  • আশিয়া বিশ্ববিদ্য়ালয়

  • সিকোকু বিশ্ববিদ্য়ালয়

  • নাকানিহোন অটোমোটিভ কলেজ

  • তোকুসিমা প্রযুক্তি কলেজ

  • হাকোহো কলেজ

  • তোওহোকু প্রযুক্তি বিশ্ববিদ্য়ালয়

  • আরো অন্য়ান্য়

ভোকেশনাল কলেজ

  • トヨタ神戸自動車大学校

    টয়োটা অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং কলেজ কোবে
    টয়োটা অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং কলেজ টোকিও

  • 大阪デザイン& IT専門学校

    ওসাকা ডিজাইন এবং তথ্য় প্রযুক্তি কলেজ

  • 修成建設専門学校

    সুসেই কনসট্রাকসন কলেজ

  • 駿台観光&ビジネス専門学校

    সুন্দাই টুরিজম এ্য়ান্ড বিজনেজ কলেজ

  • 大阪バイオメディカル専門学校

    ওসাকা বায়ো মেডিকেল কলেজ

  • 大阪アニメーションカレッジ専門学校

    ওসাকা এ্য়ানিমেসন কলেজ

  • হানসিন মটোর এ্য়াভিয়েসন রেলওয়ে কলেজ

  • হোন্ডা টেকনিকাল কলেজ, কানসাই

  • ওসাকা ইনিস্টিটিউট অব টুরিজম

  • আর্ট কলেজ কোবে

  • জাপান ইঞ্জিনিয়ারিং কলেজ

  • নিশসান এহিমে জিডোওসা ডাই স্কুল

  • কোবে ইনিস্টিটিউট অব কম্পিউটিং

  • এহলে ইনিস্টিটিউট

  • কানটো কোউগিও জিডোওসা ডাই স্কুল

  • হিয়োগো প্রিফেকচারাল স্কুল ফর হেলথ কেয়ার প্রফেশন

  • ওসাকা কলেজ অব হেলথ ওয়েলফেয়ার

  • TOA এ্য়াকাউন্টিং প্রফেশনাল ট্রেইনিং কলেজ

  • কেয়ার ওয়ার্কার ট্রেইনিং ইনিস্টিটিউট সাসায়্য়ামা গাকুএন

  • イーストウエスト外国語専門学校

    EAST WEST COLLEGE OF FOREIGN LANGUAGES

  • আরো অন্য়ান্য়

চাকুরী প্রাপ্ত প্রতিষ্ঠানের তালিকা

  • জাপান এয়ারলাইনস কোম্পানী লি:

  • শেরাটন মিয়াকো হোটেল

  • এ্য়ালবিয়ন কোম্পানী লি:

  • কোইজুমি এ্য়াপেয়ারেল

  • ম্য়াক্স কোম্পানী লি:

  • সানসিস্টেম কোম্পানী লি

  • গ্লোবাল প্লান ম্য়ানেজমেন্ট কোম্পানী লি:

  • হোরি নিউগিও কোম্পানী লি:

  • কিনোসিতা ইন্ডাস্ট্রিয়াল কোম্পানী লি:

  • সানমিন কোওসান কোম্পানী লি:

  • আরো অন্য়ান্য়

শিক্ষার্থী বার্তা

張弘昊

Zhang Honghao উচ্চশিক্ষা:
পূর্তবিদ্য়া বিভাগ,
উৎসুনোমিয়া বিশ্ববিদ্য়ালয়
বিষয়: সিস্টেম ইঞ্জিনিয়ারিং(স্নাতকোত্তর) গভীর জ্ঞান অর্জনে কঠিন চ্য়ালেঞ্জ গ্রহণ! আমি স্নাতক পর্যায়ে লেজার লাইটের উপর গবেষণা করেছি। এবং আরো উন্নত প্রযুক্তি সম্পর্কে জানার জন্য় বিদেশে লেখাপড়ার সিদ্ধান্ত নিয়েছি। কোবে ইন্টারন্য়াশনাল ল্য়াঙ্গুয়েজ স্কুল এর সকলকে তাদের আন্তরিক সহযোগিতার জন্য় ধন্য়বাদ জানাই। যে কারণে আমি সহযেই জাপান সমাজ ব্যবস্থায় খাপ খাইয়ে নিতে পেরেছি। মাস্টার্স শেষ করে আমি ডক্টোরাল কোর্সে ভর্তি হতে চাই এবং আরো লেখাপড়া করতে চাই।

SANCHIT BISHT

SANCHIT BISHT কর্মস্থল
জাপান এয়ারলাইন্স কোম্পানী লি: নিজের জন্য় আদর্শ পেশা খুঁজে পেয়েছি! আমি বর্তমানে জাপান এয়ারলাইন্স কোম্পানী লি: গ্রাউন্ড স্টাফ হিসাবে কর্মরত আছি। চাকুরী খোঁজার সময় শিক্ষকের সর্বময় সহযোগীতা লাভ করেছি, তাই সাক্ষাৎকার এর সময় আমি আমার সর্বোত্তম পারফর্মেন্স দিতে সক্ষম হয়েছি। নিশিনোমিয়া একটি সুন্দর ও শান্ত শহর, যা পড়ালেখায় পূর্ণ মনোযোগ স্থাপনে আদর্শ স্থান।

AJENG WIJIAYU FITRIANI

AJENG WIJIAYU FITRIANI উচ্চশিক্ষা:
আন্তর্জাতিক সম্পর্ক অনুষদ
কিয়োটো সানগিও বিশ্ববিদ্য়ালয় অর্জিত শিক্ষা আমার দিগন্তকে প্রসারিত করে লক্ষ্য়ের নিকট পৌছে দিয়েছে! এখানে আমার জ্ঞানের পরিধি প্রসারিত হয়েছে, যার মাধ্য়মে আমি দেশ বিদেশের বন্ধু তৈরী ও ভিন্ন দেশের সংস্কৃতিকে সম্মান করতে শিখেছি। এই পরিপেক্ষিত আমাকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে আগ্রহী করে তোলে। বর্তমানে আমি বিশ্ববিদ্যালয়ে এ বিষয়েই অধ্য়য়ন করছি। যাতে আছে অর্থনীতি ও রাস্ট্রবিজ্ঞান এর মত বিষয়। ভবিষ্য়তে আমি বিভিন্ন দেশের সেতুবন্ধন হিসেবে কাজ করতে চাই।

MD SAIFUL ISLAM

MD SAIFUL ISLAM উচ্চশিক্ষা:
সমসাময়িক সমাজ বিজ্ঞান অনুষদ
ওতেমায়ে বিশ্ববিদ্য়ালয় আইটি ইন্জিনিয়ার হতে হলে জাপান! কোবে ইন্টারন্য়াশনাল ল্য়াঙ্গুয়েজ স্কুলে পড়ালেখা করতে পেরে নিজেকে অত্য়ন্ত ভাগ্য়বান বলে মনে করি। প্রথম প্রথম জাপানের নিয়ম কানুন প্রয়োজনের অতিরিক্ত কঠিন বলে মনে হয়েছে, কিন্তু পরবর্তীতে নিয়মের ছকে বাধা আমিকে আরো পরিপূর্ণ বলে মনে হয়। আমি নিজেও যেহেতু কঠিন ভাবে নিয়ম মেনে চলতে পছন্দ করি, তাই ভিন্ন নিয়মে মানিয়ে নিতে খুব বেশি অসুবিধা হয়নি। তার পরেও ভিন্ন সংস্কৃতির অপ্রত্য়াশিত আচরণে আহত হয়েছি। কিন্তু নিজকে ধরে রাখার জন্য় ঘুরে বেড়িয়েছি কিয়েটো, নারা বা হিমেজি, লুটিয়েছি অনাবিল আনন্দে। আমার মতে এই বিদ্য়ালয়ের শিক্ষাদানের পদ্ধতি ও শিক্ষা উপাদান সংগ্রহ অত্য়ন্ত উচুমানের। শিক্ষকগণ প্রত্য়কেই বন্ধসুলভ আচরণ করেন। বিশেষ করে অধ্য়ক্ষ্য় জনাব এ্য়মামত আমাকে মাতৃছায়ায় ঘিরে রেখেছিলেন। এই শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করার সময়গুলো খুব ভালো কেটেছে। অত‌:পর কোবে ইন্টারন্য়াশনাল ল্য়াঙ্গুয়েজ স্কুল থেকে কোর্স সম্পন্ন করে একটি বিশ্ববিদ্য়ালয়ে তথ্য় প্রযুক্তির উপর অধ্য়য়ন করছি। আমার ভবিষ্য়ৎ পরিকল্পনা, দক্ষতা অর্জন করা ও একজন তথ্য় প্রযুক্তির প্রকোশলী হিসেবে জাপানে কাজ করা।

劉子煊

Liu Zixuan উচ্চশিক্ষা:
অর্থনীতি বিভাগ (স্নাতকোত্তর), কোবে বিশ্ববিদ্য়ালয় আমার পছন্দের বিষয় অর্থনীতিতে গবেষণা করছি! শিক্ষকদের দিকনির্দেশনা ও বন্ধুদের সহযোগীতায় আমি উচ্চশিক্ষা গ্রহণ করছি, যা এখনো আমাকে অনুপ্রাণীত করে। এই বিদ্য়ালয়ের ভাষা শিক্ষা গ্রহণের ফলেই তা সম্ভব হয়েছে। বর্তমানে আমি অর্থনীতিতে গবেষণা করছি যা আমাকে চাকুরী খুঁজে পেতে সহায়তা করবে। আমি আশা করি তোমাদের স্বপ্ন ও বাস্তবে পরিণত হোক।

ANTE PRECIOUS MA PAOLO MANLUCTAO

ANTE PRECIOUS MA PAOLO MANLUCTAO উচ্চশিক্ষা:
কেয়ার ওয়ার্কার কোর্স, ওহারা কলেজ অব বিজেনস, উমেদা শাখা বন্ধুদের সাথে আদান প্রদানে আমার জাপানিজ দক্ষতা বৃদ্ধি পেয়েছে। আমি ডিগ্রীধারী কেয়ার ওয়ার্কার হিসেবে কাজ করার জন্য় একটি ভোকেশনাল স্কুলে ভর্তি হয়েছি। অত্র প্রতিষ্ঠানের শিক্ষা, বিভিন্ন দেশের সহপাঠিদের সাথে লেখাপড়া করার সুযোগ বা সহশিক্ষাক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণের অভিজ্ঞতা বর্তমানে আমার খুবই কাজে লাগছে। ভবিষ্য়তে বয়ষ্ক লোকদের সেবা করার লক্ষ্য় পূরণে আমি আমার সর্বময় চেস্টা করব।

NGUYEN VAN THIEN

NGUYEN VAN THIEN উচ্চশিক্ষা:
টয়োটা অটোমোটিভ ইন্জিনিয়ারিং কলেজ অব কোবে সময় ও অর্জিত জ্ঞানকে কীভাবে কাজে লাগাতে হয় তা বুঝতে পেরেছি। ছোট বেলা থেকে আমার অটোমোবাইল ইন্জিনিয়ারিং এর উপর পড়ার ইচ্ছা ছিল তাই আমি টয়োটা অটোমোটিভ ইন্জিনয়ারিং কলেজ অব কোবে তে ভর্তি হয়েছি। কোবে ইন্টারন্য়াশনাল ল্য়াঙ্গুয়েজ স্কুলে অধ্য়য়ণ করে আমার জাপানীজ ভাষা দক্ষতা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ব্যক্তিগত শিষ্টাচার ও লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধির উপায় ও শিখেছি। যা বর্তমানে সত্য়িই কাজে দিচ্ছে!

KAUNG HTIKE

KAUNG HTIKE বর্তমান শিক্ষার্থী শিক্ষকমন্ডলী পরিবারের সদস্য়দের মত! আমি যে বিশ্ববিদ্য়ালয়ে লেখাপড়া করেছি, তার অনেক শিক্ষকই জাপানে লেখাপড়া করেছেন। এই বিদ্য়ালয়ের শিক্ষকগণ সকলেই লেখাপড়া কিংবা দৈনন্দিন জীবনের প্রয়োজনে, পরিবারের সদস্য়দের ন্য়ায় আচরণ করেন। এখানে ভাষা শিক্ষা শেষে আমি জাপানের বিশ্ববিদ্য়ালয় থেকে স্নাতক ডিগ্রী নিব এবং দেশে ফিরে গিয়ে নিজের ব্য়বসা শুরু করব।

ITH THEAVY

ITH THEAVY বর্তমান শিক্ষার্থী কম্বোডিয়ার প্রতিবন্ধীদের উন্নত জীবনের জন্য় কাজ করতে চাই। প্রতিবন্ধীদের জন্য় জাপানিজ সাপোর্টিং দল কর্তৃক আয়োজিত কম্বোডিয়ায় একটি ইভেন্টে আমি অংশগ্রহণ করি এবং তাদের কর্মকান্ড আমাকে মোহিত করে। পরবর্তীতে আমি জাপানে লেখাপড়া করার সিদ্ধান্ত নেই। এখানে একটি প্রতিবন্ধী সহায়তা প্রতিষ্ঠানে খন্ডকালীন চাকুরী করছি। শুধুমাত্র বাস্তব অভিজ্ঞতা নয়, এখানে জাপানিজ বন্ধু পেয়েও আনন্দিত আমি।

SHRESTHA THIR BAHADUR

SHRESTHA THIR BAHADUR বর্তমান শিক্ষার্থী আমার লক্ষ্য় নিজ দেশের ব্য়বসা পদ্ধতির উন্নয়ন করা। কোবে ইন্টারন্যাশনাল ল্য়াঙ্গুয়েজ স্কুল থেকে ভাষা দক্ষতা অর্জন করে আমি জাপানের বিশ্ববিদ্য়ালয় থেকে স্নাতোকত্তর ডিগ্রী অর্জন করতে চাই। অত:পর, জাপানে চাকুরী করার মধ্য় দিয়ে জ্ঞান ও দক্ষতা অর্জন করব এবং পাশাপাশি জাপানিজ জীবন যাপন পদ্ধতি ও সংস্কৃতি রপ্ত করব। এই শিক্ষা প্রয়োগ করে ভবিষ্য়তে নিজ দেশের পুরাতন ব্য়বসা পদ্ধতি বদলে দিতে সহয়তা করবে।

কোবে ইন্টারন্য়াশনাল ল্য়াঙ্গুয়েজ স্কুল

6-21 Honmachi, Nishinomiya, Hyogo 662-0914

+81-798-22-7135

Study in KILS

office@kils.co.jp

kobe-kg.jp

প্রধান কার্যালয়

3-4 Kita-shinmachi, Chuo-ku, Osaka 540-0023
Scroll Up