স্বপ্ন যেখানে সত্য়িতে পরিণত হয়!
ওসাকা এবং কোবে এর মাঝখানে অবস্থিত নিশিনোমিয়া শহর। যেখানে, একদিকে রয়েছে উন্নত জীবনের সকল সুবিধা অন্য়দিকে রয়েছে শান্ত প্রকৃতির আবেষ্টন। তাই জীবন যাপন ও লেখাপড়ার জন্য় এটি একটি আদর্শ স্থান। অভিজ্ঞ শিক্ষক, দেশ বিদেশের বন্ধু ও বহুজাতিক স্টাফ আপানারই অপেক্ষায় আছেন।
কোবে ইন্টারন্য়াশনাল ল্য়াঙ্গুয়েজ স্কুল সকলের পছন্দের শীর্ষে অবস্থান করবে ও প্রত্য়েকের পাশে থাকবে সেই লক্ষ্য়েই কাজ করে যাচ্ছে।