神戸国際言語学院

ভর্তির দিক নির্দেশনা-২০২৩

আবেদনের যোগ্য়তা

  • )উচ্চমাধ্য়মিক বা সমমান পরীক্ষায় উক্তীর্ণ (কমপক্ষে ১২ বছর বা ততোধিক শিক্ষাজীবন)
  • )সর্বশেষ শিক্ষাগত যোগ্য়তা পর ২ বছর অতিবাহিত হয় নাই এমন ব্য়ক্তি ※২ বছর অতিবাহিত হলে যথাযথ কারণ বা অভিজ্ঞতার সনদ জমাদান সাপেক্ষে।
  • )জাপানীজ ভাষা দক্ষতা পরীক্ষা N5 বা সমমান পরীক্ষায় উক্তীর্ণ।(※N5 সমমান বা উচ্চতর ভাষা দক্ষতা)
  • )শিক্ষার্থী হিসেবে আকাঙ্খিত আচরণ প্রদর্শনকারী ও শিক্ষা গ্রহণের একান্ত ইচ্ছা পোষণকারী ব্য়ক্তি

পাঠদান সময়সূচী

পিরিওড সকাল শিফট বিকাল শিফট
১ম পিরিওড ৯:০০ – ৯:৪৫ ১:১৫ – ২:০০
২য় পিরিওড ৯:৫০ – ১০:৩৫ ২:০৫ – ২:৫০
৩য় পিরিওড ১০:৫০ – ১১:৩৫ ৩:০৫ – ৩:৫০
৪র্থ পিরিওড ১১:৪০ – ১২:২৫ ৩:৫৫ – ৪:৪০

শ্রেণী পাঠদানের সময় : প্রতি ক্লাস ৪৫ মিনিট
১ দিন : ৪ টি ক্লাস
সপ্তাহে ৫ দিন : সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র

টিউসন ফি(মূল কোর্স)

একক:জাপানিজ ইয়েন (কর সংযুক্ত)

উচ্চ শিক্ষার
প্রস্তুতি কোর্স
বর্ষ স্ক্রিনিং
ফি
ভর্তি ফি টিউসন ফি পাঠ্য়
পুস্তক
অন্য়ান্য়
সুবিধাদি
সহশিক্ষা
ক্রমিক
কার্যাবলী
স্বাস্থ্য়
পরীক্ষা
মোট খরচ
২বছর
(এপ্রিল সেশন)
১ম বর্ষ 35,000 50,000 660,000 28,600 26,400 22,000 11,000 ১ম বর্ষ 833,000
২য় বর্ষ 660,000 ২য় বর্ষ 660,000
১বছর ৯মাস
(জুলাই সেশন)
১ম বর্ষ 35,000 50,000 660,000 27,500 25,300 22,000 11,000 ১ম বর্ষ 830,800
২য় বর্ষ 495,000 ২য় বর্ষ 495,000
১বছর ৬মাস
(অক্টোবর সেশন)
১ম বর্ষ 35,000 50,000 660,000 25,300 24,200 22,000 11,000 ১ম বর্ষ 827,500
২য় বর্ষ 330,000 ২য় বর্ষ 330,000
  • ※টাকা ফেরত এর বিধি বিধান : (জাপানিজ ভাষাশিক্ষা উন্নয়ন এ্য়সোসিয়েসন এর নিয়ম অনুযায়ী)
  • ◇“সার্টিফিকেট অফ ইলিজিবিলিটি” ইস্য়ু হলেও ভিসার জন্য় আবেদন না করলে-

    → “ সার্টিফিকেট অফ ইলিজিবিলিটি ” ও “ ভর্তি সার্টিফিকেট” ফেরত প্রদান পূর্বক; ফাইল প্রসেসিং ফি ও ভর্তি ফি ব্যতিরেকে প্রদানকৃত সকল অর্থ ফেরত

  • ◇আপনার দেশে অবস্থিত এ্য়াম্বেসি/কনস্য়ুলেট ভিসা না দিলে-

    →“ ভর্তি সার্টিফিকেট” ফেরত প্রদান ও ভিসা প্রত্য়াখান যাচাই করত: স্ক্রিনিং ফি ও ভর্তি ফি ব্যতিরেকে প্রদানকৃত সকল অর্থ ফেরত।

  • ◇জাপানে আসার পূর্বে শিক্ষার্থী নিজে ব্য়ক্তিগত অসুবিধার কারণে ভর্তি বাতিল করলে-

    →“ ভর্তি সার্টিফিকেট” ফেরত প্রদান সাপেক্ষে স্ক্রিনিং ফি ও ভর্তি ফি ব্যতিরেকে প্রদানকৃত সকল অর্থ ফেরত।

  • ◇জাপানে আসার পর শিক্ষার্থী তার ব্য়ক্তিগত অসুবিধার কারণে ভর্তি বাতিল করলে বা বিদ্য়ালয় ত্য়াগ করতে চাইলে-

    →স্ক্রিনিং ফি এবং ভর্তি ফি ফেরত প্রদান করা হবে না। এছাড়াও সাধারণ নিয়ম অনুযায়ী টিউসন ফি ও অন্য়ান্য় ফি ফেরতযোগ্য় নয়। অবস্থান ভেদে (রাজনৈতিক মতাদর্শের পরিবর্তন, দূর্ঘটনা, দুরারোগ্য় ব্য়ধিতে আক্রান্ত) ইত্য়াদি সর্বোত্তম বিবেচনা করত: বিদ্য়ালয় নিয়ম অনুযায়ী ব্য়বস্থা গ্রহণ করে থাকে।

  • ◇আইন-শৃঙ্খলা লঙ্ঘন এর জন্য় বহিষ্কৃত হলে

    →কোন অর্থ ফেরত প্রদান করা হবে না।

  • ※ অক্টোবর/২০২৩ থেকে স্ক্রিং ফি ৩৫,০০০ ইয়েন নির্ধারণ করা হয়েছে। যা সাক্ষাতকারে নির্বাচিত শিক্ষার্থীকে অগ্রীম পরিশোধ করতে হবে। এক্ষেত্রে ট্রান্সফার ফি স্কুল বহন করবে।

ছাত্রাবাস

  • 寮外観
  • 周辺
  • リビング
  • 個室

* এপার্টমেন্টগুলো ৩/৪ জন মিলে শেয়ার হাউজ হিসেবে ব্য়বহৃত হয়

একক:জাপানিজ ইয়েন (কর সংযুক্ত)

বিষয় প্রবেশ ফি জমানত হল ভাড়া
খরচের পরিমাণ ৩৫,০০০ ২৫,০০০ ৪১,০০০/- প্রতি মাসে

আরবান রেনেসাস এজেন্সি (ইউ আর) / হাসু নো হানা হল

  • ◇ইলেকট্রনিক্স যন্ত্রপাতি (রেফ্রিজারেটর, ওয়াসিং মেশিন, রাইস কুকার, মাইক্রোওয়েভ ওভেন), WIFI সহ সকল সুবিধাদি সংযোজিত।
  • ◇গ্য়াস, বিদ্য়ুৎ, পানি, হল ব্য়বস্থাপনা ফি হল ভাড়ার সংঙ্গে সংযোজিত। (গ্য়াস বিদ্য়ুৎ, পানি এর জন্য় সর্বোচ্চ ৭০০০円 বরাদ্দ থাকে, যার অতিরিক্ত বিল শিক্ষার্থীকে বহন করতে হয়।)
  • প্রবেশ ফি ৩৫,০০০円ও জমানত ২৫,০০০円(শুধুমাত্র প্রথম হলে প্রবেশকালীন সময়ে জমাদান)
    প্রবেশ ফি এর টাকা ফেরতযোগ্য় নয়। হল ভাড়া বাকী থাকলে, আপনার দ্বারা সৃষ্ট ক্ষয়ক্ষতি রিপেয়ারিং খরচ জমানত থেকে কর্তন করা হয়। জমানত অতিক্রম করলে শিক্ষার্থী পরিশোধ করবেন।
  • ৬ মাসের হল ভাড়া ও প্রবেশ ফি, জমানত সহ মোট ৩,০৬,০০০円 প্রথম টাকা পাঠানোর সময় (জাপানে আসার পূর্বেই ভর্তি, টিউসন ফি ইত্য়াদি অন্য়ান্য় ফি দেয়ার সময়) একত্রে পরিশোধ করতে হবে।
  • ◇৭ম মাসের ভাড়া ও এর পরবর্তী ভাড়া পূর্ববর্তী মাসের ২৫ তারিখের মধ্য়ে পরিশোধ করুন।
  • ◇প্রথম ৬ মাস ছাত্রাবাসে থাকা বাধ্য়তামূলক।
  • ◇যদি আপনি জাপানে বসবাস রত পরিবারের সদস্য় বা আত্নীয়ের সাথে থাকতে চাইলে সাক্ষাৎকারের সময় স্কুল কর্তৃপক্ষকে অবহিত করুন।

প্রয়োজনীয় কাগজপত্র

    <শিক্ষার্থী>

  • 1)আবেদন পত্র- ১সেট

    আবেদন ফরম, বিদেশে পড়তে আসার কারণ বর্ণনা, স্বাস্থ্য় সনদ (নির্ধারিত ফরম)

  • 2)পাসপোর্টের ফটোকপি

    পাসপোর্ট না থাকলে- নাম, জাতীয়তা, লিঙ্গ, জন্মতারিখ ইত্য়াদি প্রকাশ করে এমন পরিচয় পত্র

  • 3)সর্বশেষ শিক্ষার সনদ ও নম্বরপত্র

    মূল কপি

  • 4)বর্তমান পেশার সনদপত্র

    বর্তমান শিক্ষার্থী→ শিক্ষার্থী সনদ
    চাকুরীরত প্রার্থী→চাকুরীর সনদপত্র
    অবসরপ্রাপ্ত প্রার্থী→ অবসরের সনদপত্র

  • 5)জাপানিজ ভাষা দক্ষতার সনদ

    জাপানিজ ভাষা দক্ষতা পরীক্ষা যেমন: NAT Test, J-Test ইত্য়াদি পাশের সনদ ও মার্কসিট। অথবা, জাপানিজ ভাষা দক্ষতা পরীক্ষা JLPT পরীক্ষায় N5 এর অধিক যোগ্য়তা সম্পন্ন এর সনদ। ৬মাস বা ১বছরের কোর্সে N3

  • 6)জাপানিজ ভাষা শিক্ষা কোর্স সমাপ্তি সনদ

    জাপানিজ ভাষা শিক্ষা কেন্দ্র কর্তৃক প্রদত্ত সনদ (সনদে বর্ণীত তথ্য়ে নির্দৃষ্ট নিয়মানুসারে)

  • 7)পরিবার এর কাঠামো সদৃশ্য় হয় এমন সনদ

    ফ্য়ামিলি রেজিস্টার (সকল সদস্য় সম্বলিত)

  • 8)গ্য়ারান্টর এর সহিত সম্পর্ক প্রদর্শিত সনদ

    জন্ম সনদ, আত্নীয় প্রমাণের নোটারি পাবলিক পত্র

  • <অর্থনৈতিক পৃষ্ঠপোষক সংশ্লিষ্ট>

  • 9)গ্য়ারান্টর এর প্রতিজ্ঞাপত্র

    বিদ্য়ালয় কর্তৃক প্রদত্ত নির্ধারিত ফরম

  • 10)ব্য়াংক সলভেন্সি সার্টিফিকেট

    টিউসন ফি ও জীবন যাপনের খরচ এর সমমান অর্থ (২বছরের কোর্সে প্রায় ২.৫মিলিয়ন ইয়েন)

  • 11)ব্য়াংক বই/স্টেটমেন্ট

    10)নং এ বর্ণীত ব্য়াংক কর্তৃক প্রদত্ত শেষ ৩ বছরের স্টেটমেন্ট
    প্রদত্ত স্টেটমেন্টের টাকা জমা-উত্তলোন এর সাথে আপনার জমাকৃত সমুদয় অর্থের ভারসাম্য় না থাকলে, তহবিল গঠনের উপায় অতিরিক্ত নথিতে বর্ণনা করুন।

  • 12)চাকুরীর সনদপত্র

    প্রতিষ্ঠানে কর্মরত →চাকুরীর সনদপত্র
    কর্পোরেশন/পাবলিক সার্ভিস এর কর্মকর্তা/চেয়ারম্য়ান→কর্পোরেশন রেজিস্ট্রেসন পেপার
    নিজে পরিচালিত ব্য়বসা প্রতিষ্ঠান→ট্রেড লাইসেন্স ইত্য়াদি

  • 13)ইনকাম সার্টিফিকেট, ট্য়াক্স সার্টিফিকেট

    শেষ ৩ বছরের

  • 14)পারিবারিক কাঠামো প্রদর্শিত সনদ

    শিক্ষার্থীর 7 নং এর প্রদত্ত সনদ এর অনুরূপ হলে, প্রযোজ্য় নয়।

ভর্তির ধারাবাহিকতা

আবেদনের সময় এপ্রিল জুলাই অক্টোবর ※বিষয়বস্তু
আবেদন জমাদানের সময় ~১৫ নভেম্বর ~১৫ ফেব্রুয়ারি ~১৫ মে
ইমিগ্রেসন অফিসে
আবেদন জমাদান
পারম্ভিক ডিসেম্বর পারম্ভিক মার্চ পারম্ভিক জুন
ফলাফল ঘোষণা ফেব্রুয়ারি শেষ ভাগ মে শেষ ভাগ আগস্ট শেষ ভাগ
ভর্তি・ভিসা কার্যক্রম মার্চ জুন সেপ্টেম্বর ④ ⑤
জাপানে আগমনের
সময়
এপ্রিল প্রথম ভাগ জুলাই প্রথম ভাগ অক্টোবর প্রথম ভাগ ⑥ ⑦
  • ※বিষয়বস্তু (বিস্তারিত)
  • ①আবেদন পত্র ও এর সঙ্গে প্রয়োজনীয় দলিল দস্তাবেজ সংগ্রহকরণ ও প্রস্তুতি
  • ②ইমিগ্রেসন অফিসে আবেদন জমাদান (এক্ষেত্রে বিদ্য়ালয় আপনার পক্ষ হয়ে জমাদান করে)
  • ③ইমিগ্রসন কর্তৃক যাচাইকৃত ফলাফল ঘোষণা (সিইও প্রেরণ করার উদ্দেশ্য়ে ভর্তি ফি জমাদানের নোটিশ)
  • ④টিউসন ফি জমাদান (টাকা পৌছানোর পর সিইও ও ভর্তির সনদপত্র প্রেরণ)
  • ⑤জাপানিজ এম্বেসি বা কনস্য়ুলেট সেন্টারে ভিসার জন্য় আবেদন ও বিমান টিকেট বুকিং(ফ্লাইট নম্বর বিদ্য়ালয়কে অবহিত করুন)
  • ⑥অবতরণের দিন (জাপান বিমান বন্দরে অবতরণের পর রেসিডেন্স কার্ড প্রদান করবে ও যোগ্য়তা অনুযায়ী অন্য়ান্য় আবেদন সমুহ করুন।
  • ⑦শ্রেণী বিভাজন পরীক্ষা/প্লেসমেন্ট টেস্ট, অরিয়েন্টেসন প্রোগ্রাম, নবীণ বরণ অনুষ্ঠান

প্রশ্ন এবং উত্তর

এক বছরে কতবার ভর্তি হওয়া যায়?

উত্তর: মোট ৩টি সেশন আছে। এপ্রিল সেশন (২বছরের কোর্স) ・জুলাই সেশন (১বছর ৯ মাসের কোর্স) এবং অক্টোবর সেশন (১বছর ৬মাসের কোর্স) ・ জানুয়ারী সেশন (এক বছর ৩মাসের কোর্স)। সর্বোচ্চ ২বছর পড়ালেখা করা যায়।

একদিনে কয়টি ক্লাস হয়।

উত্তর: সকাল ও বিকালে ২টি শিফট পরিচালিত হয়। প্রত্য়েক শিফট ৪ ঘণ্টা করে। নিয়মিত ক্লাসের পাশাপাশি, বিভিন্ন পরীক্ষা প্রস্তুতি সহ নিরাময় মূলক ক্লাসের ব্য়বস্থা আছে।

কোন কোন দেশের শিক্ষার্থীরা এই বিদ্য়ালয়ে লেখাপড়া করে।

উত্তর: বিশ্বের ১২টি দেশের শিক্ষার্থীরা বর্তমানে এখানে লেখাপড়া করে।
চীন, ভিয়েতনাম, বাংলাদেশ, নেপাল, মিয়ানমার, ইন্দোনেশিরা, ভারত, ফিলিপাইন, কম্বোডিয়া, ক্য়ামেরুন, উজবেকিস্তান, কোরিয়া এবং অন্য়ান্য়। প্রত্যেকেই ভিন্ন সংস্কৃতির প্রতি শ্রদ্ধা রেখে নিজ শিক্ষাজীবন আনন্দের সাথে অতিবাহিত করে।

সল্পমেয়াদী কোর্স সম্পর্কে জানতে চাই।

উত্তর: সর্ট কোর্স সাধারণত ২ সপ্তাহ থেকে ৩ মাস এর জন্য়। জাপানিজ লেসনের পাশাপাশি সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ ও সহ-শিক্ষাক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণের সুযোগ আছে। অনেক শিক্ষার্থীরাই সর্ট কোর্স শেষমূল কোর্সে ভর্তির আবেদন করে।
※ সল্পমেয়াদী কোর্সের শিক্ষার্থীরা খন্ডকালীন চাকুরী করতে পারবেন না।

জাপানে এক মাসে জীবন যাপনের খরচ কেমন?

উত্তর: ১ মাসের হোস্টেল ভাড়া, খাবার খরচ ও অন্য়ান্য় আনুষাঙ্গিক খরচ মিলে প্রায় ৭০,০০০থেকে ৮০,০০০ ইয়েন। তবে প্রথম জাপানে আসার সময় ৩মাসের খরচ হিসেবে ২,০০,০০০ ইয়েন নিজের সাথে রাখা ভালো।

এই বিদ্য়ালয়ে ছাত্রবাস সুবিধা আছে কি?

উত্তর: আমাদের ছাত্রাবাস গুলো বিদ্য়ালয় থেকে সাইকেলে ১৫-২০ মিনিটের দূরত্বে অবস্থিত। ছাত্রাবাসের নিকটেই ডিপার্টেমন্ট স্টোর, হাসপাতাল সহ সকল নাগরিক সুবিধা আছে।

খন্ডকালীন চাকুরি খুঁজে পেতে সহযোগিতা দেয়া হয় কি?

উত্তর: খন্ডকালীন চাকুরী খুঁজে পেতে বা জাপানি ভাষায় জীবনবৃত্তান্ত লিখতে সহযোগিতা করে থাকি। বিদেশী শিক্ষার্থীদের কর্মপ্রকৃতি অভিবাসন নীতি দ্বারা নির্ধারিত এবং সপ্তাহে ২৮ ঘণ্টা সীমাবদ্ধ তাই লেখাপড়ায় অসুবিধা না হয় সে বিষয়ে সচেতন থাকতে হবে।

অসুস্থ হলে কি করব?

উত্তর: অসুস্থতার সময় আপনি নিশ্চিন্ত থাকেত পারেন, কেননা আমাদের দোভাষী কর্মকর্তাগণ আপনাকে হাসপাতালে নিয়ে সুচিকিৎসার ব্য়বস্থা করবে। তাই যে কোন শারীরিক অসুস্থতায় স্কুলে খবর দিন।

কোবে ইন্টারন্য়াশনাল ল্য়াঙ্গুয়েজ স্কুল

6-21 Honmachi, Nishinomiya, Hyogo 662-0914

+81-798-22-7135

kils.jp

office@kils.co.jp

kobe-kg.jp

প্রধান কার্যালয়

3-4 Kita-shinmachi, Chuo-ku, Osaka 540-0023
Scroll Up