শিক্ষাবৃত্তি সংক্রান্ত
অত্র বিদ্য়ালয় নিন্মলিখিত শিক্ষাবৃত্তি গুলো সুপারিশ করে। যা উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করবে।
ব্য়ক্তিগত অর্থায়নে অধ্য়য়নরত শিক্ষার্থীদের জন্য় প্রদত্ত আর্থিক সহায়তা
LSH এশিয়া স্কলারসিপ
কিওরিৎসু মেইনটেনেন্স স্কলারসিপ
দি রক্কো স্কলারসিপ
- ◆কোবে ইন্টারন্যাশনাল ল্য়াঙ্গুয়েজ স্কুল এওয়ার্ড
- ・প্রেসিডেন্ট পুরস্কার・মেধা পুরষ্কার
- ・সর্বোচ্চ উপস্থিতির পুরস্কার
- ・JLPT N1 এবং N2 পাশকৃত শিক্ষার্থীদের পুরস্কার
- ・EJU সফলতার সাথে পাশকৃত শিক্ষার্থীদের পুরস্কার, যারা মোট ৪৫০ নম্বরের মধ্য়ে ৩৫০ নম্বর পেয়ে উক্তীর্ণ হয়েছেন।
- ◆সুবিধাভোগি বাছাইকরণ প্রক্রিয়া
- (1)৯৫% বা তদউর্ধ্ব উপস্থিতি
- (2)গ্রেড মূল্য়ায়ণ ও গ্রেড অগ্রগতির হার পর্যবেক্ষণ
- (3)শ্রেণীকক্ষ আচরণ ও দাখিলকৃত কাগজপত্র যাচাইকরণ
- (4)অনুচ্ছেদ লিখন।
ছাত্রাবাস
“উন্নত পরিবেশে আনন্দময় জীবন”
কোবে ইন্টারন্য়াশনাল ল্য়াঙ্গুয়েজ স্কুল এর ছাত্রাবাস স্কুল থেকে সাইকেলে ১৫-২০মিনিটের দূরত্বে অবস্থিত। যেখানে আপনি পাবেন উন্নত পরিবেশ ও সকল নাগরিক সুবিধা। রুম গুলো আধুনিক ও প্রয়োজনীয় যন্ত্রপাতি ও আসবাপত্র দিয়ে সজ্জিত। এছাড়াও হাতের নাগালেই আছে ডিপার্টমেন্ট স্টোর, রেস্টুরেন্ট বা হাসপাতাল। সাধারণ নিয়ম অনুযায়ী, আমরা প্রথম ১০মাস বিদ্য়ালয়ের ছাত্রাবাসে থাকার সুপারিশ করি।
※ হোস্টেল ভাড়ার জন্য় ভর্তির নির্দেশনা পড়ুন
সুবিধাবলি: রান্নাঘর, গোসলখানা, শৌচাগার, এয়ারকন্ডিশন, ফ্রিজ, কাপড় ধোয়ার মেশিন, রাইস কুকার, মাইক্রোওয়েভ, ওয়াই ফাই।
(1)সুউচ্চ ভবনে শেয়ার সিস্টেম তিন বেডরুম(বিদ্য়ালয় থেকে সাইকেলে ১৫~২০মিনিট)
(2)কৌশিয়েন হাসু নো হানা ছাত্রাবাস(বাইসাইকেলে প্রায় ২০ মিনিট)
বিশেষ ক্লাস
কলেজ-বিশ্ববিদ্য়ালয় ভ্রমন
বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ভোকেশনাল স্কুল পরিদর্শনের মাধ্য়মে শিক্ষার্থীরা জাপানিজ শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলা ও তথ্য় আদান প্রদানের সুযোগ পায়। এছাড়াও অধ্য়াপক ও শিক্ষার্থীদের সাথে কথা বলে নিজ চোখ দিয়ে অভিজ্ঞতা অর্জন করে পরবর্তী উচ্চশিক্ষার ধারণা পায়।
উচ্চশিক্ষা সংক্রান্ত তথ্য় বিনিময় সভা
অত্র বিদ্য়ালয় বিশ্ববিদ্য়ালয় ও ভোকেশনাল স্কুলে ভর্তি বিষয়ক অংশগ্রহণমূলক সেমিনার এর আয়োজন করে থাকে। যার মাধ্য়মে শিক্ষার্থীর ভর্তি বিষয়ক সকল নতুন নতুন তথ্য়-উপাত্ত সংগ্রহ ও পরবর্তী উচ্চশিক্ষা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।
সহ-শিক্ষাক্রমিক কার্যাবলী
অত্র বিদ্য়ালয় শিক্ষার্থীদের বিভিন্ন ধরণের সহশিক্ষাক্রমিক কার্যাবলীর আয়োজন করে থাকে। যেমন: নববর্ষ উপলক্ষে লিপিবিদ্য়া চর্চা, কিমোনো পরিধান, জাপানিজ সংস্কৃতি ও ইতিহাস এর সাথে পরিচিত হতে “হেমন্তের রঙিন পাতা দর্শন শীর্ষক হিমেজি দূর্গ পরিদর্শন” এবং আরো অন্য়ান্য়।
কানসাই প্রদেশের পর্যটন ও ইতিহাস-ঐতিহ্য় পরিচিতি
কোবে
- মেরিকেন পার্ক
- কোবে হারবর ল্য়ান্ড
ওসাকা
- কিওসেরা ডোম
- ওসাকা দূর্গ
↑ওসাকা কনভেনসন ও পর্যটন কর্পোরেশন
কিওটো
- গিওন উৎসব
- গ্রীষ্মকালীন উৎসব
নারা
- হাসেদেরা মন্দিরে জাপানিজ নীলাবা গোলাপি পুষ্প দর্শন
- কোফুকুজি মন্দির