ভর্তির দিক নির্দেশনা-২০২৩
আবেদনের যোগ্য়তা
- ১)উচ্চমাধ্য়মিক বা সমমান পরীক্ষায় উক্তীর্ণ (কমপক্ষে ১২ বছর বা ততোধিক শিক্ষাজীবন)
- ২)সর্বশেষ শিক্ষাগত যোগ্য়তা পর ২ বছর অতিবাহিত হয় নাই এমন ব্য়ক্তি ※২ বছর অতিবাহিত হলে যথাযথ কারণ বা অভিজ্ঞতার সনদ জমাদান সাপেক্ষে।
- ৩)জাপানীজ ভাষা দক্ষতা পরীক্ষা N5 বা সমমান পরীক্ষায় উক্তীর্ণ।(※N5 সমমান বা উচ্চতর ভাষা দক্ষতা)
- ৪)শিক্ষার্থী হিসেবে আকাঙ্খিত আচরণ প্রদর্শনকারী ও শিক্ষা গ্রহণের একান্ত ইচ্ছা পোষণকারী ব্য়ক্তি
পাঠদান সময়সূচী
-
পিরিওড সকাল শিফট বিকাল শিফট ১ম পিরিওড ৯:০০ – ৯:৪৫ ১:১৫ – ২:০০ ২য় পিরিওড ৯:৫০ – ১০:৩৫ ২:০৫ – ২:৫০ ৩য় পিরিওড ১০:৫০ – ১১:৩৫ ৩:০৫ – ৩:৫০ ৪র্থ পিরিওড ১১:৪০ – ১২:২৫ ৩:৫৫ – ৪:৪০ -
শ্রেণী পাঠদানের সময় : প্রতি ক্লাস ৪৫ মিনিট
১ দিন : ৪ টি ক্লাস
সপ্তাহে ৫ দিন : সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র
টিউসন ফি(মূল কোর্স)
(জাপাশন ইরয়ন, টযাক্স অন্তভু বক্ত)
ভশতের সেয়কাে |
সেয়কাে | শন্োেচন্ শি | ভশতে খরচ | ১ে েলষ ের টটউিন্ | ২য় েলষ ের টটউিন্ | পাঠ্য েই শি | িযাশসশেটট/ সুশেধা শি |
পাঠ্যক্রে েশহভভ েত কা েকোপ শি |
১ে েছলরর যোট (A) |
শিতীয় েছলরর যোট (B) |
যোট 2 েছলরর (A+B) টটউিন্ |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
এশপ্রল | 2 বছে | 35,200 | 55,000 | 671,000 | 671,000 | 32,000 | 38,200 | 32,000 | 863,400 | 671,000 | 1,534,400 |
জুলাই | 1 বছে 9 িাস | 35,200 | 55,000 | 671,000 | 503,200 | 29,000 | 30,200 | 30,000 | 850,400 | 503,200 | 1,353,600 |
অরটাবে | 1 বছে 6 িাস | 35,200 | 55,000 | 671,000 | 335,500 | 26,000 | 28,600 | 28,000 | 843,800 | 335,500 | 1,179,300 |
ক োবে ইন্টোরন্যোশন্োল লযোঙ্গুব়েজ স্কু ল ররফোন্ড ন্ীরি (2024 সোল পর্ন্তয োর্ য র)
অ কফরিবর্োগ্য | কফরিবর্োগ্য | ||
---|---|---|---|
জোপোবন্ আসোর আবগ্ | COE মঞ্ জুর করার আগে (প্রাথমমক অথপ্রথ দাগের আগে) |
|
|
COE মঞ্ জুর করার পর (মিসা িলািল মেমবগথ েগে) |
|
বাম ছাডা অে্ | |
জোপোবন্ আসোর পর | মেগজর কারগেই স্কু ল ছাডগছে | েীমতেতিাগব, টিউেে মি এবিং ডরমমিমর মি যেগুমল ইমতমগয্ প্রদাে করা হগ়েগছ তার জে্ যকােও যিরত যেই৷ |
- ◆ COE মঞ্ জুর না করলেও সিলেকশন সি অবশযই সিলে হলব।
- ◆ বযাঙ্ক ট্রান্সিার সি প্রাপকলক বহন করলে হলব।
ক োবে ইন্টোরন্যোশন্োল লযোঙ্গুব়েজ স্কু ল ররফোন্ড পরলরি (েছর 2025 কেব োর্ য র)
অ কফরিবর্োগ্য | কফরিবর্োগ্য | |||
---|---|---|---|---|
জোপোবন্ আসোর আবগ্ | COE মঞ্ জুর করার আগে (প্রাথমমক অথপ্রথ দাগের আগে) |
|
||
COE মঞ্ জুর করার পর (মিসা িলািল মেমবগথ েগে) |
নিসয দেওযয হযযযে |
|
বাম ছাডা অে্ | |
নিসয দেওযয হযন |
|
বাম ছাডা অে্ | ||
জোপোবন্ আসোর পর | মেগজর কারগেই স্কু ল ছাডগছে | েীমতেতিাগব, টিউেে মি এবিং ডরমমিমর মি যেগুমল ইমতমগয্ প্রদাে করা হগ়েগছ তার জে্ যকােও যিরত যেই৷ |
- ◆ COE মঞ্ জুর না করলেও সিলেকশন সি অবশযই সিলে হলব।
- ◆ বযাঙ্ক ট্রান্সিার সি প্রাপকলক বহন করলে হলব।
- * এনিি 2025 এর পর দেযক, যযরয ব্স্ক্রি নহসযযব আযবে করযে , তযযের জ ্ িীন িং নি অনির্ িেয করযত হযব (সযক্ষযৎকযযর উত্তীর্ মহওযযর পযর)।
ছাত্রাবাস
* এপার্টমেন্টগুলো ৩/৪ জন মিলে শেয়ার হাউজ হিসেবে ব্য়বহৃত হয়
ডরলেটশর শি
◆ েেরিটশে শি | 43,000 / প্রশতিাস |
---|---|
◆ জািানত | 25,000 / শুধ্ুিাত্র প্রথিবাে |
◆ প্ররবি/ ভশতব শি | 41,000 / শুধ্ুিাত্র প্রথিবাে |
◆ িু টন/শবে এবং চাশব | 8,800 / শুধ্ুিাত্র প্রথিবাে |
ডরলেটশর প্রার্থশেক জো যোট | 332,800 |
---|
অন্যান্য খরচ
◆ (কানসাই আন্তজবাশতক শবিানবরে স্বাগ্ত/শেশসব।) | 11,000 / শুধ্ুিাত্র প্রথিবাে |
---|
শিনবার, রিববার, ছুটির নিনি এবং নবনেল 4:00 টার পনর, যেনোি ফ্লাইনটর জিয নবনশষ চাজজ প্রনোজয হনব।
◆ স্বাক্ষে /শনি স্টযাম্প | 1,100 / শুধ্ুিাত্র প্রথিবাে |
---|---|
◆ শিশেরকল পেীক্ষাে শি | 12,000 / শুধ্ুিাত্র প্রথিবাে |
◆ বীিা শপ্রশিয়াি (জীবন/বযঙ্খক্তগ্ত ক্ষশতপূেণ) | 12,000 / শুধ্ুিাত্র প্রথিবাে |
◆ প্রিাসশনক শি | 6,600 / বছরে একবাে |
অন্যান্য যোট (D) | 42,700 |
---|
্রার্থশেক জোর পশরোণ
টটউিন্ শি (A) | ডরলেটশর শি(C) | অন্যান্য(D) | যোট (টযাক্স অন্তভভ েি) | |
---|---|---|---|---|
েেরিটশে সহ | 863,400 | 332,800 | 42,700 | 1,238,900 |
েেরিটশে ছাডা | 863,400 | 0 | 42,700 | 906,100 |
- ※ শেশিরটন্স ট্রান্সিাে শি বহন করুন
- ※ জাপাশন ইরয়ন অনুসারে শেশিরটন্স ট্রান্সিাে/িানান্তরেে জনয সহরযাশগ্তা করুন।
- ※ িসৃণ/স্বাভাশবক অশভবাসন পদ্ধশতে জনয, শযাগ্যতাে িংসাপত্র(COE) জাশে হওয়াে সারথ সারথ অনুগ্রহ করে(স্কু ল শিস) অথ বপ্রিান করুন।
- ※ শনয়ি অনুযায়ী, ইন্টােশভউ পাস কোে পে শসরলকিন শি/ঙ্খস্ক্রশনং শি প্রিান কেরত হরব। আপশন অথ বপ্রিান কেরল,
পেবতী প্রথি অথ বপ্রিারনে সিয় চালান শথরক ঙ্খস্ক্রশনং শি শবরয়াগ্/বাি শিরয় আপনারক চালান (Invoice) প্রিান কো হরব।
শব,দ্র> উরেশখত সকল টাকাে পশেিান জাপাশনজ ইরয়রন শহসাব হরব।
- ◇ইলেকট্রনিক্স যন্ত্রপাতি (রেফ্রিজারেটর, ওয়াসিং মেশিন, রাইস কুকার, মাইক্রোওয়েভ ওভেন), WIFI সহ সকল সুবিধাদি সংযোজিত।
- ◇গ্য়াস, বিদ্য়ুৎ, পানি, হল ব্য়বস্থাপনা ফি হল ভাড়ার সংঙ্গে সংযোজিত। (গ্য়াস বিদ্য়ুৎ, পানি এর জন্য় সর্বোচ্চ ৭০০০円 বরাদ্দ থাকে, যার অতিরিক্ত বিল শিক্ষার্থীকে বহন করতে হয়।)
- ◇প্রবেশ ফি ৩৫,০০০円ও জমানত ২৫,০০০円(শুধুমাত্র প্রথম হলে প্রবেশকালীন সময়ে জমাদান)
প্রবেশ ফি এর টাকা ফেরতযোগ্য় নয়। হল ভাড়া বাকী থাকলে, আপনার দ্বারা সৃষ্ট ক্ষয়ক্ষতি রিপেয়ারিং খরচ জমানত থেকে কর্তন করা হয়। জমানত অতিক্রম করলে শিক্ষার্থী পরিশোধ করবেন। - ◇৬ মাসের হল ভাড়া ও প্রবেশ ফি, জমানত সহ মোট ৩,০৬,০০০円 প্রথম টাকা পাঠানোর সময় (জাপানে আসার পূর্বেই ভর্তি, টিউসন ফি ইত্য়াদি অন্য়ান্য় ফি দেয়ার সময়) একত্রে পরিশোধ করতে হবে।
- ◇৭ম মাসের ভাড়া ও এর পরবর্তী ভাড়া পূর্ববর্তী মাসের ২৫ তারিখের মধ্য়ে পরিশোধ করুন।
- ◇প্রথম ৬ মাস ছাত্রাবাসে থাকা বাধ্য়তামূলক।
- ◇যদি আপনি জাপানে বসবাস রত পরিবারের সদস্য় বা আত্নীয়ের সাথে থাকতে চাইলে সাক্ষাৎকারের সময় স্কুল কর্তৃপক্ষকে অবহিত করুন।
প্রয়োজনীয় কাগজপত্র
-
1)আবেদন পত্র- ১সেট
আবেদন ফরম, বিদেশে পড়তে আসার কারণ বর্ণনা, স্বাস্থ্য় সনদ (নির্ধারিত ফরম)
-
2)পাসপোর্টের ফটোকপি
পাসপোর্ট না থাকলে- নাম, জাতীয়তা, লিঙ্গ, জন্মতারিখ ইত্য়াদি প্রকাশ করে এমন পরিচয় পত্র
-
3)সর্বশেষ শিক্ষার সনদ ও নম্বরপত্র
মূল কপি
-
4)বর্তমান পেশার সনদপত্র
বর্তমান শিক্ষার্থী→ শিক্ষার্থী সনদ
চাকুরীরত প্রার্থী→চাকুরীর সনদপত্র
অবসরপ্রাপ্ত প্রার্থী→ অবসরের সনদপত্র -
5)জাপানিজ ভাষা দক্ষতার সনদ
জাপানিজ ভাষা দক্ষতা পরীক্ষা যেমন: NAT Test, J-Test ইত্য়াদি পাশের সনদ ও মার্কসিট। অথবা, জাপানিজ ভাষা দক্ষতা পরীক্ষা JLPT পরীক্ষায় N5 এর অধিক যোগ্য়তা সম্পন্ন এর সনদ। ৬মাস বা ১বছরের কোর্সে N3
-
6)জাপানিজ ভাষা শিক্ষা কোর্স সমাপ্তি সনদ
জাপানিজ ভাষা শিক্ষা কেন্দ্র কর্তৃক প্রদত্ত সনদ (সনদে বর্ণীত তথ্য়ে নির্দৃষ্ট নিয়মানুসারে)
-
7)পরিবার এর কাঠামো সদৃশ্য় হয় এমন সনদ
ফ্য়ামিলি রেজিস্টার (সকল সদস্য় সম্বলিত)
-
8)গ্য়ারান্টর এর সহিত সম্পর্ক প্রদর্শিত সনদ
জন্ম সনদ, আত্নীয় প্রমাণের নোটারি পাবলিক পত্র
-
9)গ্য়ারান্টর এর প্রতিজ্ঞাপত্র
বিদ্য়ালয় কর্তৃক প্রদত্ত নির্ধারিত ফরম
-
10)ব্য়াংক সলভেন্সি সার্টিফিকেট
টিউসন ফি ও জীবন যাপনের খরচ এর সমমান অর্থ (২বছরের কোর্সে প্রায় ২.৫মিলিয়ন ইয়েন)
-
11)ব্য়াংক বই/স্টেটমেন্ট
10)নং এ বর্ণীত ব্য়াংক কর্তৃক প্রদত্ত শেষ ৩ বছরের স্টেটমেন্ট
প্রদত্ত স্টেটমেন্টের টাকা জমা-উত্তলোন এর সাথে আপনার জমাকৃত সমুদয় অর্থের ভারসাম্য় না থাকলে, তহবিল গঠনের উপায় অতিরিক্ত নথিতে বর্ণনা করুন। -
12)চাকুরীর সনদপত্র
প্রতিষ্ঠানে কর্মরত →চাকুরীর সনদপত্র
কর্পোরেশন/পাবলিক সার্ভিস এর কর্মকর্তা/চেয়ারম্য়ান→কর্পোরেশন রেজিস্ট্রেসন পেপার
নিজে পরিচালিত ব্য়বসা প্রতিষ্ঠান→ট্রেড লাইসেন্স ইত্য়াদি -
13)ইনকাম সার্টিফিকেট, ট্য়াক্স সার্টিফিকেট
শেষ ৩ বছরের
-
14)পারিবারিক কাঠামো প্রদর্শিত সনদ
শিক্ষার্থীর 7 নং এর প্রদত্ত সনদ এর অনুরূপ হলে, প্রযোজ্য় নয়।
<শিক্ষার্থী>
<অর্থনৈতিক পৃষ্ঠপোষক সংশ্লিষ্ট>
ভর্তির ধারাবাহিকতা
আবেদনের সময় | এপ্রিল | জুলাই | অক্টোবর | ※বিষয়বস্তু |
---|---|---|---|---|
আবেদন জমাদানের সময় | ~১৫ নভেম্বর | ~১৫ ফেব্রুয়ারি | ~১৫ মে | ① |
ইমিগ্রেসন অফিসে আবেদন জমাদান |
পারম্ভিক ডিসেম্বর | পারম্ভিক মার্চ | পারম্ভিক জুন | ② |
ফলাফল ঘোষণা | ফেব্রুয়ারি শেষ ভাগ | মে শেষ ভাগ | আগস্ট শেষ ভাগ | ③ |
ভর্তি・ভিসা কার্যক্রম | মার্চ | জুন | সেপ্টেম্বর | ④ ⑤ |
জাপানে আগমনের সময় |
এপ্রিল প্রথম ভাগ | জুলাই প্রথম ভাগ | অক্টোবর প্রথম ভাগ | ⑥ ⑦ |
- ※বিষয়বস্তু (বিস্তারিত)
- ①আবেদন পত্র ও এর সঙ্গে প্রয়োজনীয় দলিল দস্তাবেজ সংগ্রহকরণ ও প্রস্তুতি
- ②ইমিগ্রেসন অফিসে আবেদন জমাদান (এক্ষেত্রে বিদ্য়ালয় আপনার পক্ষ হয়ে জমাদান করে)
- ③ইমিগ্রসন কর্তৃক যাচাইকৃত ফলাফল ঘোষণা (সিইও প্রেরণ করার উদ্দেশ্য়ে ভর্তি ফি জমাদানের নোটিশ)
- ④টিউসন ফি জমাদান (টাকা পৌছানোর পর সিইও ও ভর্তির সনদপত্র প্রেরণ)
- ⑤জাপানিজ এম্বেসি বা কনস্য়ুলেট সেন্টারে ভিসার জন্য় আবেদন ও বিমান টিকেট বুকিং(ফ্লাইট নম্বর বিদ্য়ালয়কে অবহিত করুন)
- ⑥অবতরণের দিন (জাপান বিমান বন্দরে অবতরণের পর রেসিডেন্স কার্ড প্রদান করবে ও যোগ্য়তা অনুযায়ী অন্য়ান্য় আবেদন সমুহ করুন।
- ⑦শ্রেণী বিভাজন পরীক্ষা/প্লেসমেন্ট টেস্ট, অরিয়েন্টেসন প্রোগ্রাম, নবীণ বরণ অনুষ্ঠান
প্রশ্ন এবং উত্তর
- ①এক বছরে কতবার ভর্তি হওয়া যায়?
-
উত্তর: মোট ৩টি সেশন আছে। এপ্রিল সেশন (২বছরের কোর্স) ・জুলাই সেশন (১বছর ৯ মাসের কোর্স) এবং অক্টোবর সেশন (১বছর ৬মাসের কোর্স) ・ জানুয়ারী সেশন (এক বছর ৩মাসের কোর্স)। সর্বোচ্চ ২বছর পড়ালেখা করা যায়।
- ②একদিনে কয়টি ক্লাস হয়।
-
উত্তর: সকাল ও বিকালে ২টি শিফট পরিচালিত হয়। প্রত্য়েক শিফট ৪ ঘণ্টা করে। নিয়মিত ক্লাসের পাশাপাশি, বিভিন্ন পরীক্ষা প্রস্তুতি সহ নিরাময় মূলক ক্লাসের ব্য়বস্থা আছে।
- ③কোন কোন দেশের শিক্ষার্থীরা এই বিদ্য়ালয়ে লেখাপড়া করে।
-
উত্তর: বিশ্বের ১২টি দেশের শিক্ষার্থীরা বর্তমানে এখানে লেখাপড়া করে।
চীন, ভিয়েতনাম, বাংলাদেশ, নেপাল, মিয়ানমার, ইন্দোনেশিরা, ভারত, ফিলিপাইন, কম্বোডিয়া, ক্য়ামেরুন, উজবেকিস্তান, কোরিয়া এবং অন্য়ান্য়। প্রত্যেকেই ভিন্ন সংস্কৃতির প্রতি শ্রদ্ধা রেখে নিজ শিক্ষাজীবন আনন্দের সাথে অতিবাহিত করে। - ④সল্পমেয়াদী কোর্স সম্পর্কে জানতে চাই।
-
উত্তর: সর্ট কোর্স সাধারণত ২ সপ্তাহ থেকে ৩ মাস এর জন্য়। জাপানিজ লেসনের পাশাপাশি সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ ও সহ-শিক্ষাক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণের সুযোগ আছে। অনেক শিক্ষার্থীরাই সর্ট কোর্স শেষমূল কোর্সে ভর্তির আবেদন করে।
※ সল্পমেয়াদী কোর্সের শিক্ষার্থীরা খন্ডকালীন চাকুরী করতে পারবেন না। - ⑤জাপানে এক মাসে জীবন যাপনের খরচ কেমন?
-
উত্তর: ১ মাসের হোস্টেল ভাড়া, খাবার খরচ ও অন্য়ান্য় আনুষাঙ্গিক খরচ মিলে প্রায় ৭০,০০০থেকে ৮০,০০০ ইয়েন। তবে প্রথম জাপানে আসার সময় ৩মাসের খরচ হিসেবে ২,০০,০০০ ইয়েন নিজের সাথে রাখা ভালো।
- ⑥এই বিদ্য়ালয়ে ছাত্রবাস সুবিধা আছে কি?
-
উত্তর: আমাদের ছাত্রাবাস গুলো বিদ্য়ালয় থেকে সাইকেলে ১৫-২০ মিনিটের দূরত্বে অবস্থিত। ছাত্রাবাসের নিকটেই ডিপার্টেমন্ট স্টোর, হাসপাতাল সহ সকল নাগরিক সুবিধা আছে।
- ⑦খন্ডকালীন চাকুরি খুঁজে পেতে সহযোগিতা দেয়া হয় কি?
-
উত্তর: খন্ডকালীন চাকুরী খুঁজে পেতে বা জাপানি ভাষায় জীবনবৃত্তান্ত লিখতে সহযোগিতা করে থাকি। বিদেশী শিক্ষার্থীদের কর্মপ্রকৃতি অভিবাসন নীতি দ্বারা নির্ধারিত এবং সপ্তাহে ২৮ ঘণ্টা সীমাবদ্ধ তাই লেখাপড়ায় অসুবিধা না হয় সে বিষয়ে সচেতন থাকতে হবে।
- ⑧অসুস্থ হলে কি করব?
-
উত্তর: আমরা ব্যক্তিগত সহায়তা প্রদান করব, যেমন আপনার উপসর্গের উপর নির্ভর করে কাছাকাছি হাসপাতালের পরিচিতি। তাই আপনি যে সম্পর্কে আশ্বস্ত করতে পারেন.