神戸国際言語学院

ভর্তির দিক নির্দেশনা-২০২৩

আবেদনের যোগ্য়তা

  • )উচ্চমাধ্য়মিক বা সমমান পরীক্ষায় উক্তীর্ণ (কমপক্ষে ১২ বছর বা ততোধিক শিক্ষাজীবন)
  • )সর্বশেষ শিক্ষাগত যোগ্য়তা পর ২ বছর অতিবাহিত হয় নাই এমন ব্য়ক্তি ※২ বছর অতিবাহিত হলে যথাযথ কারণ বা অভিজ্ঞতার সনদ জমাদান সাপেক্ষে।
  • )জাপানীজ ভাষা দক্ষতা পরীক্ষা N5 বা সমমান পরীক্ষায় উক্তীর্ণ।(※N5 সমমান বা উচ্চতর ভাষা দক্ষতা)
  • )শিক্ষার্থী হিসেবে আকাঙ্খিত আচরণ প্রদর্শনকারী ও শিক্ষা গ্রহণের একান্ত ইচ্ছা পোষণকারী ব্য়ক্তি

পাঠদান সময়সূচী

পিরিওড সকাল শিফট বিকাল শিফট
১ম পিরিওড ৯:০০ – ৯:৪৫ ১:১৫ – ২:০০
২য় পিরিওড ৯:৫০ – ১০:৩৫ ২:০৫ – ২:৫০
৩য় পিরিওড ১০:৫০ – ১১:৩৫ ৩:০৫ – ৩:৫০
৪র্থ পিরিওড ১১:৪০ – ১২:২৫ ৩:৫৫ – ৪:৪০

শ্রেণী পাঠদানের সময় : প্রতি ক্লাস ৪৫ মিনিট
১ দিন : ৪ টি ক্লাস
সপ্তাহে ৫ দিন : সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র

📖টিউশন ফি (A)(টাকার একক/মুদ্রা: জাপানি ইয়েন)

এডমিশন কোর্স বছর ফাইল স্ক্রিনিং/নির্বাচন ফি ভর্তি ফি টিউশন ফি শিক্ষা উপকরণের খরচ (বুক,শিট ইত্যাদি) অন্যান্য সুবিধা ফি (Facility Fee) পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম ফি (Extracurricular Activity fee) মোট(A)
২ বছরের কোর্স১ম বছর36,85057,200693,00033,00039,60033,000892,650
(এপ্রিল মাসে ভর্তি)২য় বছর  693,000   693,000
১ বছর ৯ মাসের কোর্স১ম বছর36,85057,200693,00030,80034,65029,700882,200
(জুলাই মাসে ভর্তি)২য় বছর  519,750   519,750
১ বছর ৬ মাসের কোর্স ১ম বছর36,85057,200693,00028,60029,70027,500872,850
(অক্টোবর মাসে ভর্তি) ২য় বছর  346,500   346,500

ক োবে ইন্টোরন্যোশন্োল লযোঙ্গুব়েজ স্কু ল ররফোন্ড ন্ীরি (2024 সোল পর্ন্তযোর্ য র)

অ কফরিবর্োগ্য কফরিবর্োগ্য
জোপোবন্ আসোর আবগ্ COE মঞ্ জুর করার আগে
(প্রাথমমক অথপ্রথ দাগের আগে)
  • স্ক্রিমেিং মি
  • ব্ািংক স্থাোন্তর মি
 
COE মঞ্ জুর করার পর
(মিসা িলািল মেমবগথ েগে)
  • স্ক্রিমেিং মি
  • ব্ািংক স্থাোন্তর মি
  • তামলকািু স্ক্রি মি
  • ডম থএমি মি
বাম ছাডা অে্
জোপোবন্ আসোর পর মেগজর কারগেই স্কু ল ছাডগছে েীমতেতিাগব, টিউেে মি এবিং ডরমমিমর মি যেগুমল ইমতমগয্ প্রদাে করা হগ়েগছ তার জে্ যকােও যিরত যেই৷
  • COE মঞ্ জুর না করলেও সিলেকশন সি অবশযই সিলে হলব।
  • বযাঙ্ক ট্রান্সিার সি প্রাপকলক বহন করলে হলব।

ক োবে ইন্টোরন্যোশন্োল লযোঙ্গুব়েজ স্কু ল ররফোন্ড পরলরি (েছর 2025 কেব োর্ য র)

অ কফরিবর্োগ্য কফরিবর্োগ্য
জোপোবন্ আসোর আবগ্ COE মঞ্ জুর করার আগে
(প্রাথমমক অথপ্রথ দাগের আগে)
  • স্ক্রিমেিং মি
  • ব্ািংক স্থাোন্তর মি
 
COE মঞ্ জুর করার পর
(মিসা িলািল মেমবগথ েগে)
নিসয দেওযয হযযযে
  • স্ক্রিমেিং মি
  • ব্ািংক স্থাোন্তর মি
  • তামলকািু স্ক্রি মি
  • ডম থএমি মি
বাম ছাডা অে্
নিসয দেওযয হযন
  • স্ক্রিমেিং মি
  • তামলকািু স্ক্রি মি
বাম ছাডা অে্
জোপোবন্ আসোর পর মেগজর কারগেই স্কু ল ছাডগছে েীমতেতিাগব, টিউেে মি এবিং ডরমমিমর মি যেগুমল ইমতমগয্ প্রদাে করা হগ়েগছ তার জে্ যকােও যিরত যেই৷
  • COE মঞ্ জুর না করলেও সিলেকশন সি অবশযই সিলে হলব।
  • বযাঙ্ক ট্রান্সিার সি প্রাপকলক বহন করলে হলব।
  • * এনিি 2025 এর পর দেযক, যযরয ব্স্ক্রি নহসযযব আযবেকরযে , তযযের জ ্ িীন িং নি অনির্ িেযকরযত হযব (সযক্ষযৎকযযর উত্তীর্ মহওযযর পযর)।

ছাত্রাবাস

  • 寮外観
  • 周辺
  • リビング
  • 個室

* এপার্টমেন্টগুলো ৩/৪ জন মিলে শেয়ার হাউজ হিসেবে ব্য়বহৃত হয়

📖ডরমিটরি ফি (B) (৭ মাসের ডরমিটরি ফি+নিরাপত্তা জামানত+ডরমিটরি প্রবেশ ফি)(টাকার একক/মুদ্রা: জাপানি ইয়েন)

আইটেম ডরমিটরি প্রবেশ ফি ১ম বার/একবার নিরাপত্তা জামানত ফি ১ম বার/একবার(1) ডরমিটরি ফি প্রতিমাস(2) মোট(B)(ডরমিটরি ফি মোট ৭ মাস সহ)
মুদ্রা/ইয়েন43,00035,00043,000379,000

বি;দ্র;(1)ডরমিটরির জামানতের টাকা ফেরত দেওয়া হবে না। (নিরাপত্তা জামানত ফি ১ম বার/একবার(1))
বি;দ্র;(2): (ডরমিটরি ফি 32,500+ইউটিলিটি খরচ 9,000+ইন্টারনেট 1,500)মোট ডরমিটরি ফি =43,000
বি;দ্র;(43000+35000+301000(43000*7মাস)=379000)

📖その他(C)(টাকার একক/মুদ্রা: জাপানি ইয়েন)

অন্যান্য বেডিং/ বিছানা ফি চাবি কানসাই বিমানবন্দর পিকআপ ফি স্বাক্ষর/নেম স্ট্যাম্প ছাত্রছাত্রীর জীবন বীমা স্বাস্থ্য পরীক্ষা ফি প্রশাসনিক ফি(3) মোট (C)
মুদ্রা/ইয়েন7,7001,10014,4101,10012,00012,0006,60054,910

※যদি আপনি প্রবেশ নির্দেশিকায় উল্লেখিত সময়ের বাইরে দেশে (জাপানে)প্রবেশ করেন, তাহলে দেশে প্রবেশের পর
আপনাকে আলাদাভাবে চার্জ করা হবে।
বি;দ্র;(3): দ্বিতীয় বছরের জন্যও প্রশাসনিক ফি বাধ্যতামূলক প্রদান করতে হবে।

  • ব্যবহারযোগ্য ফ্রী Wifi 
  • গৃহস্থালী যন্ত্রপাতি এবং আসবাবপত্র সহ ডরমিটরি (জাপান স্ট্যান্ডার্ড )
  • ডরমিটরির প্রবেশ ফি ফেরতযোগ্য নয়।
  • আপনার প্রথম পেমেন্টের সময় অনুগ্রহ করে ৭ মাসের ডরমিটরি ফি পরিশোধ করুন।
  • ডরমিটরি ফি-তে প্রতি মাসে ৯,০০০ ইয়েন পর্যন্ত ইউটিলিটি ফি অন্তর্ভুক্ত করা আছে। যদি উপরক্ত পরিমাণের এই সীমা অতিক্রম করে, তাহলে আলাদাভাবে চার্জ করা হবে।
  • যদি আপনি ডরমিটরিতে থাকতে না চান, তাহলে সাক্ষাৎকারের সময় আমাদের জানান। প্রযোজ্য শর্ত পূরণ করলেই আপনার আবেদন অনুমোদিত হবে।
    • আপনার জামিনদারের দুটি যোগাযোগের তথ্য বিবরণ জমা দিন (নীচের সতর্কতা দেখুন )
    • আমাদের স্কুলের অনুমোদিত সীমার মধ্যে হবে এমন একটি জায়গায় আপনাকে বসবাস করতে হবে।

*সতর্কতাঃ জামিনদারদের অবশ্যই রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট কোম্পানি, জাপানে বসবাসকারী বিদেশে পড়াশোনা করার জন্য ব্যবহৃত সংস্থাগুলির প্রশিক্ষক, কাজের ভিসাধারী বিদেশী,
অথবা জাপানে বসবাসকারী কোন ব্যাক্তি, যদি স্কুল সার্বিকভাবে বিচার করে যে একজন শিক্ষার্থী এই ভূমিকার জন্য অনুপযুক্ত, উদাহরণস্বরূপ, যদি অন্য স্কুলের একজন আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে
গ্যারান্টার পেতে চায় এরুপ অথবা জাপানি নাগরিক হতে হবে। (বি;দ্র; যদি বাসস্থানটি স্কুলে যাতায়াতের জন্য অনুপযুক্ত স্থানে থাকে, তাহলে শিক্ষার্থীকে বাধ্যতামূলক ডরমিটরিতে থাকতে হবে।)br ※আপনার যোগ্যতার শংসাপত্র (COE) জারি হওয়ার পরে এবং আপনার ডরমিটরি ফি পরিশোধ করার পরে যদি আপনি ডরমিটরিতে আপনার স্থানান্তর/প্রবেশ বাতিল করেন, তাহলে আমরা ডরমিটরি প্রবেশ ফি,
ব্যাংক ট্রান্সফার ফি এবং প্রশাসনিক ফি বাদ দিয়ে অর্থ ফেরত দেব। দয়া করে মনে রাখবেন।

📖【প্রাথমিক পেমেন্ট/জমার তথ্য】(টাকার একক/মুদ্রা: জাপানি ইয়েন)

ডরমিটরিতে প্রবেশ করলে।

【২ বছরের কোর্স (এপ্রিল মাসে প্রবেশ/ভর্তি】
মোট (A)(প্রথম বর্ষের টিউশন ফি ইত্যাদি।)মোট (B) ডরমিটরি ফি (ডরমিটরি ফি ৭ মাস + জামানত জমা + ডরমিটরি প্রবেশ ফি)মোট(C)অন্যান্য মোট (A+B+C) (এডমিশনের সময় মোট অর্থ প্রদানের পরিমান)
892,650379,00054,9101,326,560
【১ বছর ৯ মাসের কোর্স (জুলাই মাসে প্রবেশ/ভর্তি) 】
মোট (A)(প্রথম বর্ষের টিউশন ফি ইত্যাদি।)মোট (B) ডরমিটরি ফি (ডরমিটরি ফি ৭ মাস + জামানত জমা + ডরমিটরি প্রবেশ ফি)মোট(C)অন্যান্য মোট (A+B+C) (এডমিশনের সময় মোট অর্থ প্রদানের পরিমান)
882,200379,00054,9101,316,110
【১ বছর ৬ মাসের কোর্স (অক্টোবর মাসে প্রবেশ/ভর্তি)】
মোট (A)(প্রথম বর্ষের টিউশন ফি ইত্যাদি।)মোট (B) ডরমিটরি ফি (ডরমিটরি ফি ৭ মাস + জামানত জমা + ডরমিটরি প্রবেশ ফি)মোট(C)অন্যান্য মোট (A+B+C) (এডমিশনের সময় মোট অর্থ প্রদানের পরিমান)
872,850379,00054,9101,306,760
  • দ্বিতীয় বর্ষের টিউশন ফি ভর্তির ১২ মাসের মধ্যে পরিশোধ করতে হবে।
  • ৮ম মাস এবং তার পরে ডরমিটরি ফি অবশ্যই উক্ত মাসের আগের মাসের ২৫ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।

ডরমিটরিতে প্রবেশ না করলে।

【২ বছরের কোর্স (এপ্রিল মাসে প্রবেশ/ভর্তি】
মোট (A)(প্রথম বর্ষের টিউশন ফি ইত্যাদি।)মোট(C)অন্যান্য মোট (A+B+C) (এডমিশনের সময় মোট অর্থ প্রদানের পরিমান)
892,65031,700924,350
【১ বছর ৯ মাসের কোর্স (জুলাই মাসে প্রবেশ/ভর্তি) 】
মোট (A)(প্রথম বর্ষের টিউশন ফি ইত্যাদি।)মোট(C)অন্যান্য মোট (A+B+C) (এডমিশনের সময় মোট অর্থ প্রদানের পরিমান)
882,20031,700913,900
【১ বছর ৬ মাসের কোর্স (অক্টোবর মাসে প্রবেশ/ভর্তি)】
মোট (A)(প্রথম বর্ষের টিউশন ফি ইত্যাদি।)মোট(C)অন্যান্য মোট (A+B+C) (এডমিশনের সময় মোট অর্থ প্রদানের পরিমান)
872,85031,700904,550
  • আপনার অভিবাসন/জাপানে প্রবেশ এবং সেই সময়ের এডমিশন পদ্ধতির নীতি অবস্থার উপর নির্ভর করে
    টিউশন ফি,নিয়মকানুন ইত্যাদিএটি পরিবর্তিত হতে পারে।

※ টাকা ট্র্যান্সফার করার সময় যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি মনে রাখা উচিত।

  • মনে রাখবেন টাকা ট্রান্সফার ফি আপনাকে বহন করতে হবে।
  • অনুগ্রহ করে জাপানি ইয়েনে টাকার পরিমান নিশ্চিত হয়ে টাকা ট্র্যান্সফার/স্থানান্তর করে সহযোগিতা করুন।
  • যথাযত ও সঠিক সময়ে অভিবাসন/জাপানে প্রবেশ প্রক্রিয়া নিশ্চিত করার জন্য, আপনার যোগ্যতার শংসাপত্র (COE)পাওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব অর্থ প্রদান/টাকা ট্র্যান্সফার করুন।
  • যদি আপনার জাপানে ভিসা যোগ্যতার প্রশংসাপত্র (COE) দেওয়া/ইস্যু হয়, কিন্তু যদি স্থানীয়ভাবে ভিসা পেতে অক্ষম হন অথবা ব্যক্তিগত কারণে আপনার ভর্তি বাতিল করতে চান,
    তাহলে অনুগ্রহ করে বর্তমান বছরের জন্য আমাদের স্কুলের রিফান্ড নীতি পরীক্ষা করে দেখুন।

প্রয়োজনীয় কাগজপত্র

    <শিক্ষার্থী>

  • 1)আবেদন পত্র- ১সেট

    আবেদন ফরম, বিদেশে পড়তে আসার কারণ বর্ণনা, স্বাস্থ্য় সনদ (নির্ধারিত ফরম)

  • 2)পাসপোর্টের ফটোকপি

    পাসপোর্ট না থাকলে- নাম, জাতীয়তা, লিঙ্গ, জন্মতারিখ ইত্য়াদি প্রকাশ করে এমন পরিচয় পত্র

  • 3)সর্বশেষ শিক্ষার সনদ ও নম্বরপত্র

    মূল কপি

  • 4)বর্তমান পেশার সনদপত্র

    বর্তমান শিক্ষার্থী→ শিক্ষার্থী সনদ
    চাকুরীরত প্রার্থী→চাকুরীর সনদপত্র
    অবসরপ্রাপ্ত প্রার্থী→ অবসরের সনদপত্র

  • 5)জাপানিজ ভাষা দক্ষতার সনদ

    জাপানিজ ভাষা দক্ষতা পরীক্ষা যেমন: NAT Test, J-Test ইত্য়াদি পাশের সনদ ও মার্কসিট। অথবা, জাপানিজ ভাষা দক্ষতা পরীক্ষা JLPT পরীক্ষায় N5 এর অধিক যোগ্য়তা সম্পন্ন এর সনদ। ৬মাস বা ১বছরের কোর্সে N3

  • 6)জাপানিজ ভাষা শিক্ষা কোর্স সমাপ্তি সনদ

    জাপানিজ ভাষা শিক্ষা কেন্দ্র কর্তৃক প্রদত্ত সনদ (সনদে বর্ণীত তথ্য়ে নির্দৃষ্ট নিয়মানুসারে)

  • 7)পরিবার এর কাঠামো সদৃশ্য় হয় এমন সনদ

    ফ্য়ামিলি রেজিস্টার (সকল সদস্য় সম্বলিত)

  • 8)গ্য়ারান্টর এর সহিত সম্পর্ক প্রদর্শিত সনদ

    জন্ম সনদ, আত্নীয় প্রমাণের নোটারি পাবলিক পত্র

  • <অর্থনৈতিক পৃষ্ঠপোষক সংশ্লিষ্ট>

  • 9)গ্য়ারান্টর এর প্রতিজ্ঞাপত্র

    বিদ্য়ালয় কর্তৃক প্রদত্ত নির্ধারিত ফরম

  • 10)ব্য়াংক সলভেন্সি সার্টিফিকেট

    টিউসন ফি ও জীবন যাপনের খরচ এর সমমান অর্থ (২বছরের কোর্সে প্রায় ২.৫মিলিয়ন ইয়েন)

  • 11)ব্য়াংক বই/স্টেটমেন্ট

    10)নং এ বর্ণীত ব্য়াংক কর্তৃক প্রদত্ত শেষ ৩ বছরের স্টেটমেন্ট
    প্রদত্ত স্টেটমেন্টের টাকা জমা-উত্তলোন এর সাথে আপনার জমাকৃত সমুদয় অর্থের ভারসাম্য় না থাকলে, তহবিল গঠনের উপায় অতিরিক্ত নথিতে বর্ণনা করুন।

  • 12)চাকুরীর সনদপত্র

    প্রতিষ্ঠানে কর্মরত →চাকুরীর সনদপত্র
    কর্পোরেশন/পাবলিক সার্ভিস এর কর্মকর্তা/চেয়ারম্য়ান→কর্পোরেশন রেজিস্ট্রেসন পেপার
    নিজে পরিচালিত ব্য়বসা প্রতিষ্ঠান→ট্রেড লাইসেন্স ইত্য়াদি

  • 13)ইনকাম সার্টিফিকেট, ট্য়াক্স সার্টিফিকেট

    শেষ ৩ বছরের

  • 14)পারিবারিক কাঠামো প্রদর্শিত সনদ

    শিক্ষার্থীর 7 নং এর প্রদত্ত সনদ এর অনুরূপ হলে, প্রযোজ্য় নয়।

ভর্তির ধারাবাহিকতা

আবেদনের সময় এপ্রিল জুলাই অক্টোবর ※বিষয়বস্তু
আবেদন জমাদানের সময় ~১৫ নভেম্বর ~১৫ ফেব্রুয়ারি ~১৫ মে
ইমিগ্রেসন অফিসে
আবেদন জমাদান
পারম্ভিক ডিসেম্বর পারম্ভিক মার্চ পারম্ভিক জুন
ফলাফল ঘোষণা ফেব্রুয়ারি শেষ ভাগ মে শেষ ভাগ আগস্ট শেষ ভাগ
ভর্তি・ভিসা কার্যক্রম মার্চ জুন সেপ্টেম্বর ④ ⑤
জাপানে আগমনের
সময়
এপ্রিল প্রথম ভাগ জুলাই প্রথম ভাগ অক্টোবর প্রথম ভাগ ⑥ ⑦
  • ※বিষয়বস্তু (বিস্তারিত)
  • ①আবেদন পত্র ও এর সঙ্গে প্রয়োজনীয় দলিল দস্তাবেজ সংগ্রহকরণ ও প্রস্তুতি
  • ②ইমিগ্রেসন অফিসে আবেদন জমাদান (এক্ষেত্রে বিদ্য়ালয় আপনার পক্ষ হয়ে জমাদান করে)
  • ③ইমিগ্রসন কর্তৃক যাচাইকৃত ফলাফল ঘোষণা (সিইও প্রেরণ করার উদ্দেশ্য়ে ভর্তি ফি জমাদানের নোটিশ)
  • ④টিউসন ফি জমাদান (টাকা পৌছানোর পর সিইও ও ভর্তির সনদপত্র প্রেরণ)
  • ⑤জাপানিজ এম্বেসি বা কনস্য়ুলেট সেন্টারে ভিসার জন্য় আবেদন ও বিমান টিকেট বুকিং(ফ্লাইট নম্বর বিদ্য়ালয়কে অবহিত করুন)
  • ⑥অবতরণের দিন (জাপান বিমান বন্দরে অবতরণের পর রেসিডেন্স কার্ড প্রদান করবে ও যোগ্য়তা অনুযায়ী অন্য়ান্য় আবেদন সমুহ করুন।
  • ⑦শ্রেণী বিভাজন পরীক্ষা/প্লেসমেন্ট টেস্ট, অরিয়েন্টেসন প্রোগ্রাম, নবীণ বরণ অনুষ্ঠান

প্রশ্ন এবং উত্তর

এক বছরে কতবার ভর্তি হওয়া যায়?

উত্তর: মোট ৩টি সেশন আছে। এপ্রিল সেশন (২বছরের কোর্স) ・জুলাই সেশন (১বছর ৯ মাসের কোর্স) এবং অক্টোবর সেশন (১বছর ৬মাসের কোর্স) ・ জানুয়ারী সেশন (এক বছর ৩মাসের কোর্স)। সর্বোচ্চ ২বছর পড়ালেখা করা যায়।

একদিনে কয়টি ক্লাস হয়।

উত্তর: সকাল ও বিকালে ২টি শিফট পরিচালিত হয়। প্রত্য়েক শিফট ৪ ঘণ্টা করে। নিয়মিত ক্লাসের পাশাপাশি, বিভিন্ন পরীক্ষা প্রস্তুতি সহ নিরাময় মূলক ক্লাসের ব্য়বস্থা আছে।

কোন কোন দেশের শিক্ষার্থীরা এই বিদ্য়ালয়ে লেখাপড়া করে।

উত্তর: বিশ্বের ১২টি দেশের শিক্ষার্থীরা বর্তমানে এখানে লেখাপড়া করে।
চীন, ভিয়েতনাম, বাংলাদেশ, নেপাল, মিয়ানমার, ইন্দোনেশিরা, ভারত, ফিলিপাইন, কম্বোডিয়া, ক্য়ামেরুন, উজবেকিস্তান, কোরিয়া এবং অন্য়ান্য়। প্রত্যেকেই ভিন্ন সংস্কৃতির প্রতি শ্রদ্ধা রেখে নিজ শিক্ষাজীবন আনন্দের সাথে অতিবাহিত করে।

সল্পমেয়াদী কোর্স সম্পর্কে জানতে চাই।

উত্তর: সর্ট কোর্স সাধারণত ২ সপ্তাহ থেকে ৩ মাস এর জন্য়। জাপানিজ লেসনের পাশাপাশি সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ ও সহ-শিক্ষাক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণের সুযোগ আছে। অনেক শিক্ষার্থীরাই সর্ট কোর্স শেষমূল কোর্সে ভর্তির আবেদন করে।
※ সল্পমেয়াদী কোর্সের শিক্ষার্থীরা খন্ডকালীন চাকুরী করতে পারবেন না।

জাপানে এক মাসে জীবন যাপনের খরচ কেমন?

উত্তর: ১ মাসের হোস্টেল ভাড়া, খাবার খরচ ও অন্য়ান্য় আনুষাঙ্গিক খরচ মিলে প্রায় ৭০,০০০থেকে ৮০,০০০ ইয়েন। তবে প্রথম জাপানে আসার সময় ৩মাসের খরচ হিসেবে ২,০০,০০০ ইয়েন নিজের সাথে রাখা ভালো।

এই বিদ্য়ালয়ে ছাত্রবাস সুবিধা আছে কি?

উত্তর: আমাদের ছাত্রাবাস গুলো বিদ্য়ালয় থেকে সাইকেলে ১৫-২০ মিনিটের দূরত্বে অবস্থিত। ছাত্রাবাসের নিকটেই ডিপার্টেমন্ট স্টোর, হাসপাতাল সহ সকল নাগরিক সুবিধা আছে।

খন্ডকালীন চাকুরি খুঁজে পেতে সহযোগিতা দেয়া হয় কি?

উত্তর: খন্ডকালীন চাকুরী খুঁজে পেতে বা জাপানি ভাষায় জীবনবৃত্তান্ত লিখতে সহযোগিতা করে থাকি। বিদেশী শিক্ষার্থীদের কর্মপ্রকৃতি অভিবাসন নীতি দ্বারা নির্ধারিত এবং সপ্তাহে ২৮ ঘণ্টা সীমাবদ্ধ তাই লেখাপড়ায় অসুবিধা না হয় সে বিষয়ে সচেতন থাকতে হবে।

অসুস্থ হলে কি করব?

উত্তর: আমরা ব্যক্তিগত সহায়তা প্রদান করব, যেমন আপনার উপসর্গের উপর নির্ভর করে কাছাকাছি হাসপাতালের পরিচিতি। তাই আপনি যে সম্পর্কে আশ্বস্ত করতে পারেন.

কোবে ইন্টারন্য়াশনাল ল্য়াঙ্গুয়েজ স্কুল

6-21 Honmachi, Nishinomiya, Hyogo 662-0914
TEL
+81-798-22-7135
instagram
kils.jp
E-mail
office@kils.co.jp
TEAMS
kobe-kg.jp

প্রধান কার্যালয়

3-4 Kita-shinmachi, Chuo-ku, Osaka 540-0023
Scroll Up